আধুনিক কৃষিপদ্ধতি : বিশ্বের ক্রমবর্ধমান বিপুল জনসংখ্যার খাদ্যসমস্যা মেটানোর উদ্দেশ্যে নানাধরনের আধুনিক কৃষিপদ্ধতির প্রচলন করা হয়, কিন্তু তা সত্ত্বেও পরিবেশে এর অনেক বিরূপ প্রভাব সৃষ্টি হয়, যেমন-
আধুনিক কৃষিপদ্ধতি পরিবেশের প্রভাব

জমির উৎপাদন ক্ষমতা হ্রাস
বর্তমানে উদ্বৃত্ত জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য একই জমিকে প্রতি বছর শস্যাবর্তন (Crop Rotation) পদ্ধতিতে নিরন্তর শস্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তাতে জমির উৎপাদন ক্ষমতা ক্রমশ কমে যায়।
দূষণ সৃষ্টি
কৃষিজমিতে অত্যধিক কীটনাশকের ব্যবহারের ফলে স্থানীয় বায়ুমণ্ডল, মৃত্তিকা ও জল দূষিত হয়।
জলজ বাস্তুতন্ত্রের ক্ষয়ক্ষতি
আধুনিক কৃষিতে যে বিষাক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হয় তা বৃষ্টির জলে ধুয়ে নদী, পুকুর, হ্রদ কিংবা কোনো জলাশয়ে মিশে জলের বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের বিনাশের মধ্য দিয়ে জলজ বাস্তুতন্ত্রকে ধ্বংস করে।
মানবদেহে বিষক্রিয়া
আধুনিক কৃষির উচ্চ ফলনশীল বীজে প্রয়োগকৃত রাসায়নিক সার উৎপাদিত ফসলের মধ্যে দিয়ে অন্যতম কারণ। তাই কিষান সভা জমিদারি প্রথার উচ্ছেদের দাবি জানায়। মানবদেহে প্রবেশ করে নানা বিষক্রিয়া ঘটায়।
বনভূমির পরিমাণ হ্রাস
কৃষিকার্যের জন্য প্রতি বছর বৃহৎ আয়তনের বনভূমির বিনাশ ঘটানো হচ্ছে। শুধু ভারতবর্ষেই প্রতি বছর প্রায় 8-10 হাজার বর্গকিমি বনভূমি কৃষিজমিতে রূপান্তরিত হচ্ছে।
Great