কলকাতা বন্দরের (Port) গুরুত্ব আলোচনা করো।

কলকাতা বন্দরের (Port) গুরুত্ব : পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের উন্নয়নে কলকাতা বন্দরের গুরুত্ব অপরিসীম।

কলকাতা বন্দরের (Port) গুরুত্ব –

কলকাতা বন্দরের গুরুত্ব আলোচনা করো।

অর্থনৈতিক সমৃদ্ধির সহায়ক

পশ্চিমবঙ্গ তথা সমগ্র পূর্ব ও উত্তর-পূর্ব ভারত এবং নেপাল ও ভুটানের অর্থনীতিতে কলকাতা বন্দরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই বিশাল পশ্চাদ্‌ভূমির অধিকাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য কলকাতা বন্দরের মাধ্যমেই সম্পন্ন হয়। যেমন পশ্চিমবঙ্গের চা, পাটজাত দ্রব্য ও কয়লা; অসমের চা; ওড়িশা ও ঝাড়খণ্ডের আকরিক লোহা, কয়লা, অভ্র প্রভৃতি কলকাতা বন্দরের মাধ্যমেই রপ্তানি হয়। এর ফলে ভারত কলকাতা বন্দরের মাধ্যমে যথেষ্ট বৈদেশিক মুদ্রা উপার্জন করে।

কৃষি-উন্নতির সহায়ক

বিশাল পশ্চাদ্‌ভূমির শুধু উদ্‌বৃত্ত পণ্য রপ্তানিই নয়, এখানকার কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সার, কীটনাশক, যন্ত্রপাতি প্রভৃতি এই বন্দরের মাধ্যমে আমদানি করা হয়। সুতরাং, এই অঞ্চলের কৃষি-উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব অপরিসীম।

কর্মসংস্থানের সহায়ক

এই অঞ্চলের কৃষিকাজ, শিল্পকর্ম প্রভৃতির মাধ্যমে যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়, তাও পরোক্ষভাবে কলকাতা বন্দরের ওপর নির্ভরশীল।

শিল্পাঞ্চলগুলির উন্নতির সহায়ক

হুগলি শিল্পাঞ্চল, আসানসোল-রানিগঞ্জ-দুর্গাপুর শিল্পাঞ্চল, রাঁচি-জামশেদপুর শিল্পাঞ্চল প্রভৃতি শিল্পাঞ্চলের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি প্রভৃতি কলকাতা বন্দরের মাধ্যমে আমদানি করা হয় এবং এইসব শিল্পাঞ্চলের রপ্তানিযোগ্য দ্রব্যসামগ্রী এই বন্দরের মাধ্যমেই রপ্তানি করা হয়। সুতরাং, এই বড়ো শিল্পাঞ্চলগুলির ভবিষ্যৎ কলকাতা বন্দরের ওপর নির্ভরশীল।

যোগাযোগ ব্যবস্থার উন্নতি

প্রধানত কলকাতা বন্দরকে কেন্দ্র করেই (আমদানি-রপ্তানির সুবিধার জন্য) পশ্চিমবঙ্গ তথা সমগ্র পূর্ব ভারতে (অর্থাৎ পশ্চাদ্‌ভূমিতে) সড়ক, রেল ও জলপথ পরিবহন ব্যবস্থার সামগ্রিক উন্নতি ঘটেছে।

====>>> কলকাতা বন্দরের উন্নতির কারণ

Leave a Comment