পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায় : সভ্যতার অগ্রগতি ও লাগামছাড়া উন্নয়নের ফলে পরিবেশের গুণমান ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। পরিবেশের এই অবনমন মানবসভ্যতাকে এক সংকটময় পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাই পরিবেশ অবনমনের গতি বন্ধ করতে আমাদের বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত যেমন-
পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায় –

শিক্ষা ও সচেতনতা
পরিবেশ অবনমনের অন্যতম কারণ হল দারিদ্র্যতা ও শিক্ষার অভাব। তাই পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে হবে। মানুষকে শিক্ষিত করে তোলার যথাযথ ব্যবস্থা করতে হবে এবং পরিবেশ শিক্ষাকে আবশ্যিক পাঠ হিসেবে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করতে হবে।
সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ
প্রাকৃতিক সম্পদের ব্যবহার (অরণ্য, মৎস্য, খনিজ) নিয়ন্ত্রণ করতে হবে। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে (কয়লা, খনিজ তেল) পরিবেশবান্ধব শক্তি (সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ প্রভৃতি) বেশি ব্যবহার করতে হবে।
সম্পদের পুনর্ব্যবহার
বিভিন্ন কলকারখানাকে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের জন্য উৎসাহী করতে হবে। সম্পদের পুনর্ব্যবহারের ওপর জোর দিতে হবে।
জনসংখ্যা নিয়ন্ত্রণ
জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। দেশের সম্পদ ও জনসংখ্যার মধ্যে যাতে ভারসাম্য থাকে তার দিকে দৃষ্টি রাখতে হবে।
পরিকল্পিত উন্নয়ন
উন্নয়ন পরিকল্পনা যেমন- রাস্তা নির্মাণ, নদী পরিকল্পনা, নগরায়ণ, বিদ্যুৎকেন্দ্র তৈরি, শিল্পস্থাপন প্রভৃতি কার্যকর করার সময় পরিবেশের যতটা সম্ভব কম ক্ষতি হয় সেদিকে নজর রাখতে হবে।
জীববৈচিত্র্য সংরক্ষণ
বিভিন্ন প্রাণী ও উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচিয়ে রেখে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে।
বনসৃজন বৃদ্ধি
প্রচুর পরিমাণে গাছপালা লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড (CO₂) শোষণ করে ও অক্সিজেন (০₂) ত্যাগ করে পরিবেশে এই দুই উপাদানের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
উপযুক্ত ভূমির ব্যবহার
জমির অবস্থান, মাটির চরিত্র এবং জমির অন্যান্য বৈশিষ্ট্য পরীক্ষা করে জমির ওপর যে-কোনো পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এর জন্য উপযুক্ত পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।
প্রচার মাধ্যমের দ্বারা জনসচেতনতা বৃদ্ধি
সর্বোপরি বিভিন্ন প্রকার প্রচার মাধ্যম যেমন- খবরের কাগজ, রেডিয়ো, টেলিভিশন প্রভৃতি দ্বারা পরিবেশ অবনমনের কুফল সম্পর্কে সচেতন করতে হবে এবং এই অবনমন রোধে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করতে হবে।
আইন প্রণয়ন
পরিবেশ সংরক্ষণের জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং দক্ষতার সঙ্গে তা প্রয়োগ করতে হবে।
====>>> ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি