পরিবেশে নগরায়ণের (Urbanisation) প্রভাব : আধুনিক জীবনযাত্রায় পাড়ি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নগরায়ণ (Urbanisation)। কিন্তু তা সত্ত্বেও নগরায়ণ পরিবেশে কতকগুলি প্রতিকূল প্রভাব সৃষ্টি করে, যেমন-
পরিবেশে নগরায়ণের (Urbanisation) প্রভাব –

দূষণের মাত্রা বৃদ্ধি
নগরায়ণের মধ্যে দিয়ে পৃথিবীতে বায়ুদূষণ, শব্দদূষণ, ভূমিদূষণ, জলদূষণ প্রভৃতির মাত্রা বহুগুণ বেড়ে যায়। Scientific and Environmental Research Institute (SERI) 2009-এর প্রকাশিত তথ্যে কলকাতা বায়ুদূষণের মাত্রা অনুযায়ী প্রথম স্থান অধিকার করে। তার পরেই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের অন্য তিনটি মহানগর মুম্বাই, দিল্লি ও চেন্নাই।
ভূগর্ভের জলস্তর হ্রাস
শহর বা নগরের দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিশুদ্ধ জল পাম্পের সাহায্যে ভূগর্ভ থেকে দিনের পর দিন উত্তোলনের ফলে ভূগর্ভের জলস্তর ক্রমশ হ্রাস পাচ্ছে।
ভূমির ওপর চাপ বৃদ্ধি
শহরাঞ্চলে বৃহৎ বৃহৎ অট্টালিকা, ফ্ল্যাটের প্রকোপে ভূমির ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে, ফলে ভূমিকম্প, ধস প্রভৃতি নানা বিপর্যয় মাথাচাড়া দিয়ে উঠছে।
যানজট
দ্রুত নগরায়ণের ফলে শহরাঞ্চলগুলিতে অসংখ্য যানবাহনের মাধ্যমে প্রচুর যানজট তৈরি হচ্ছে।
জলনিকাশি সমস্যা
ক্রমবর্ধমান জনসংখ্যার নিত্য ব্যবহার্য নোংরা আবর্জনায় শহরাঞ্চলের নালা-নর্দমাগুলি মজে গিয়ে জলনিকাশি ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। ফলে, বর্ষাকালে শহরাঞ্চলগুলিতে জল জমে জনজীবন বিপর্যস্ত করছে। যেমন-কলকাতা, দিল্লি, মুম্বাই শহরে এই সমস্যা তীব্ররূপ ধারণ করেছে।
Superb