ভারতের পরিবেশ (Environmental) অবনমন : ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ, শিল্পায়ন, রাস্তা নির্মাণ প্রভৃতির সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে পরিবেশ অবনমন ও বিপর্যয় ঘটে চলেছে। সাম্প্রতিক ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতিবছর ক্ষতির পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন ডলার। WHO-র রিপোর্ট অনুযায়ী G-20 দেশগুলির মধ্যে সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টি ভারতে অবস্থিত দূষণের তীব্রতা বোঝাতে সাম্প্রতিক দুটি দৃষ্টান্ত দেওয়া হল।
ভারতের পরিবেশ (Environmental) অবনমনের সংক্ষিপ্ত পরিচয় –

সবুজ বিপ্লব ও পরিবেশের অবনমন
উনিশ শতকের ষাটের দশকে ভারতবর্ষকে খাদ্য উৎপাদনে স্বনির্ভর করা ও বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ করার লক্ষ্যে মূলত পাঞ্জাব, হরিয়ানায় গম উৎপাদনে যে অভূতপূর্ব সাফল্য আসে, তাকে সবুজ বিপ্লব বলে।
সাম্প্রতিক সমস্যা
সবুজ বিপ্লব ভারতীয় কৃষিতে সাফল্য আনলেও এর দ্বারা কতকগুলি পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়।
জীববৈচিত্র্য হ্রাস
সবুজ বিপ্লবকালীন মাটিতে যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় তাতে স্থানীয় জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়।
জমির লবণতা বৃদ্ধি
একই জমিতে বারবার চাষ ও অতিরিক্ত জলসেচের পাঞ্জাব, ফলে হরিয়ানার কৃষিজমিগুলিতে লবণতা বৃদ্ধি পায়।
মাটির উর্বরতা হ্রাস
জমির উৎপাদনক্ষমতা ক্রমশ কমে আসে। মাটির মধ্যে জীবাণু, ভাইরাস, পুষ্টি মৌল, ব্যাকটেরিয়া প্রভৃতির ঘাটতি দেখা যায়। ফলে, মাটির উর্বরতা হ্রাস পায়।
জিনগত ত্রুটি
অধিক উচ্চ ফলনশীল বীজের ব্যবহারে ফসলে জিনগত নানা ত্রুটি দেখা দেয়। এই সব শস্য যখন মানুষ ও গবাদিপশু গ্রহণ করে তখন তা তাদের নানা ধরনের সমস্যা সৃষ্টি করে।
জীবনহানি
কৃষিতে অতিরিক্ত জলসেচের ফলে ভূগর্ভের জলস্তর হ্রাস পায়। ফলে ফসল উৎপাদন ব্যবহৃত হওয়ায় কৃষি ঋণগ্রস্ত হয়ে সম্প্রতি পাঞ্জাব, হরিয়ানায় বহু কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
জলাভূমি ভরাট ও পরিবেশের ভাবলমন
পূর্ব কলকাতাসহ ভারতের বেশ কিছু শহরের আর একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল জলাভূমি ভরাট করে বহুতল বাড়ি তৈরি করা।
সাম্প্রতিক সমস্যা
সাময়িকভাবে এর মাধ্যমে বাস্তু মিটলেও কতকগুলি পরিবেশগত সমস্যা এখানে দেখা দেয়, যেমন-
- 1) জলাভূমি পূর্ব কলকাতার জলাভূমি ভরাটের ফলে ভূগর্ভের জলতল ক্রমশ কমে যায়।
- 2) জলজ বাস্তুতন্ত্রের বিনাশ ঘটে।
- 3) স্থানীয় শহরাঞ্চলের জল, মাটি, বাতাস আরো দূষিত হয়ে পড়ে
- 4) ভূমিধসের প্রকোপ বৃদ্ধি পায়।